অনেক সময় ওয়েবসাইটের বাংলা লেখার মাঝে মাঝে ভাঙ্গা ভাঙ্গা অক্ষর দেখা যায়।আপনি এই পোষ্টটি থেকে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় Mozilla Firefox এবং Google Chrome ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।এই পোষ্টটি থেকে গুগলসহ যে কোন ওয়েবসাইটের বাংলা লেখা পরিষ্কার এবং ঝক ঝকে দেখতে পাবেন। এখানে Mozilla Firefox, Google Chrome এবং Opera মোট তিন টি Browser এর বাংলা ফন্ট সমস্যার সামাধান করার পদ্ধতী দেখানো হবে।
প্রথমে এই লিংক থেকে Solaiman Lipi ফন্টটি ডাউনলোড করুন।
তারপর মাউসের ডান বাটনে ক্লিক করে Install করুন।
এতটুকো করলেই সকল বাংলা ফন্ট পরিষ্কারভাবে দেখতে পাবেন। উল্লেখ্য যে, বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট "প্রথম আলো, কালের কন্ঠ এবং যুগান্তর" ছাড়াও সকল ভালমানের বাংলা ওয়েবসাইটসহ প্রায় ৯০% এর বেশী ওয়েবসাইট ডিফল্ট বাংলা ফন্ট হিসেবে Solaiman Lipi ব্যবহার করছে। কাজেই এই ফন্টটি আপনার কম্পিউটার ইন্সটল করা থাকলে আপনি ৯০% এর বেশী বাংলা ওয়েবসাইট পরিষ্কারভাবে পড়তে পারবেন।
Mozilla Firefox ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ
প্রথমে Mozilla Firefox ব্রাউজার Open করুন।
এখন Browser এর ম্যানুবার থেকে Tools > Option > Content এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
- তারপর ২য় তীর চিহ্ন দ্বারা মার্ক করা অংশে Solaiman Lipi ফন্ট সিলেক্ট করে দেন। উপরের এই চিত্রটি হচ্ছে Mozilla Firefox এর সর্বশেষ ভার্সন 48.0 এর চিত্র। আপনি অন্য কোন ভার্সনের ট্রাই করলে চিত্রটি হয়তো ভিন্ন হতে পারে কিন্তু অপশন ঠিক একই হবে। (নোটঃ Mozilla Firefox এর এ যাবৎ যতগুলি ভার্সন বের হয়েছে তার মধ্যে 37.0 হচ্ছে সব চাইতে ভালো। এ ভার্সনটিতে দ্রুত লোড নেয়ার পাশাপাশি ভাল ইন্টারফেস পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে এখান থেকে 37.0 ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন)।
Google Chrome ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ
প্রথমে Google Chrome ব্রাউজার অপেন করলে ব্রাউজারের উপরের ডান পাশের কোনায় নিচের চিত্রটি দেখতে পাবেন।
উপরের চিত্রে মার্ক করা বাটন হতে Settings অপশনে ক্লিক করুন।
তারপর একদম নিচের দিক হতে Appearance Settings অপশনে ক্লিক করলে নিচের দিকে এই ছবিটির মত অপশন দেখতে পাবেন।
এখানে উপরের চিত্রের মত সবগুলি ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।
এতটুকু করলে আপনার ব্রাউজারে পরিষ্কার ও ঝক ঝকে বাংলা ফন্ট দেখতে পাবেন।
Opera ব্রাউজারের বাংলা ফন্ট সমস্যার সমাধানঃ
- প্রথমে Opera ব্রাউজার Open করুন।
- Browser এর ম্যানুবার থেকে Settings এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
- তারপর উপরের চিত্র হতে Website > Customize Fonts এ ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
- এখানে উপরের চিত্রের মত সবগুলি অপশনে ফন্ট সিলেক্ট করে দিয়ে সর্বশেষ Encoding অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে দেন।
Google এবং Yahoo সার্চে পরিষ্কার বাংলা ফন্ট দেখার জন্যঃ
- প্রথমে এখান থেকে Font Fixer সফটওয়ারটি ডাউনলোড করুন।
- এখন সফটওয়ারটি Open করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
এখানে Solaiman Lipi ফন্ট সিলেক্ট করে নিচের Fix It বাটনে ক্লিক করে কম্পিউটার Restart করুন। এখন থেকে আপনি ওয়েব এর সকল জায়গায় বাংলা ফন্ট পরিষ্কার দেখতে পাবেন।