১. Infinityfree (ইনফিনিটি ফ্রি)
এই ইনফিনিটি ফ্রি হোস্টিংয়ের নামের সাথে কাজের মিল রয়েছে। ফ্রিতে দেওয়ার মতো সর্বোচ্চই এতে পাবেন।
এক নজরে ইনফিনিটি ফ্রি
ফ্রি ওয়েব হোস্টিং জগতে ইনফিনিটি ফ্রি সবথেকে এগিয়ে কারণ নামের সাথে মিল রেখে অনেক কিছুই ইনফিনিটি দেওয়া আছে। এছাড়াও মডার্ন ওয়েব ডিজাইন ও ইউজার অভিজ্ঞতার আলোকে সাইটটির প্রতি কাস্টমারদের পজিটিভ ইম্প্রেশন তৈরি হয়। ইনফিনিটি ফ্রি প্রায় ৬ বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে, দীর্ঘ এই সময়ে তাদের রয়েছে ৩৫০ হাজার ইউজার।
ইনফিনিটি ফ্রি হোস্টিংয়ে ফ্রিতে SSL সার্টিফিকেট এবং সি প্যানেল থেকে Softaculous দিয়ে এক ক্লিকে ওয়ার্ডপ্রেসসহ অন্যান্য অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন। যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখে প্র্যাকটিস করতে চাচ্ছেন তারা ইনফিনিটি ফ্রি ট্রাই করে দেখতে পারেন।
দেখুন: infinityfree.net
২. ByetHost (বায়েট হোস্ট)
দ্রুত ও সহজেই ফ্রি হোস্টিং ব্যবহার করে সাইট বানাতে চাইলে বায়েট হোস্টই আপনার জন্য সবথেকে উপযুক্ত।
এক নজরে বায়েট হোস্ট
বায়েট হোস্ট একটি আমেরিকা ভিত্তিক ডোমেইন হোস্টিং প্রোভাইডার বায়েট ইন্টারনেট কোম্পানির অন্তর্গত। এ পর্যন্ত প্রায় ১মিলিয়ন ওয়েবসাইট হোস্ট করেছে বায়েট হোস্ট। সবথেকে বড় কথা আপনি বায়েট হোস্টের মাধ্যমে একদম প্রিমিয়াম ২৪/৭ সাপোর্ট পাবেন যেটা ফ্রি হোস্টিং জগতে নজিরবিহীন।
এছাড়া আপনি নিজে ফ্রি হোস্টিং প্রোভাইডার হতে চাইলে বায়েট হোস্ট থেকে myfreehost সার্ভিসটি নিতে পারেন।
দেখুন: byethost.net
৩. GoogieHost (গুগি হোস্ট)
অন্যতম সেরা ফ্রি হোস্টিং যেটিতে সি প্যানেল ও ক্লাউডফ্লেয়ার সার্ভিস বিদ্যমান।
এক নজরে গুগি হোস্ট
GoogieHost নামটা GoogleHost এর সাথে কনফিউজিং, একেই বলে মার্কেটিং নিঞ্জা টেকনিক। প্রায় ৮ বছর ধরে ইন্ডিয়ান এই সাইট ফ্রি হোস্টিং দিয়ে আসছে, এ পর্যন্ত তাদের সাইটে ২,১২,০৩১ জন ইউজার রয়েছে।
গুগি হোস্ট ক্লাউডফ্লেয়ার সুবিধা দেওয়ায় অন্যান্য ফ্রি হোস্টিং থেকে ভালো স্পীড দিবে। এছাড়াও ফ্রি SSL সার্টিফিকেট এবং সি প্যানেলতো আছেই। আর সেখান থেকে এক ক্লিকে Softaculous দিয়ে অনেক রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন।
দেখুন: googiehost.com
৪. FreeHostingNoAds (ফ্রি হোস্টিং নো এডস)
এটাকে গুগি হোস্টের বিকল্প বলা যায়। নামের সাথে মিল রেখে এই হোস্টিং ব্যবহারে কোনো এডস শো করবে না।
এক নজরে ফ্রি হোস্টিং নো এডস
এই হোস্টিং প্রোভাইডার মূলত runhosting নামক একটি হোস্টিং সার্ভিসের অন্তর্গত। কোনো বিজ্ঞাপন ছাড়া ফ্রি হোস্টিং দিয়ে তারা তাদের মূল সাইটের ব্যান্ড প্রমোশন করে আসছে যেখানে তারা সকল ফিচার আনলিমিটেড দেয় মাত্র ২.৩৯$/মাসিক।
এদের সি প্যানেলে রয়েছে Zacky Tools Installer যেটির মাধ্যমে শুধু ওয়ার্ডপ্রেস এবং জুমলা ইউজ করতে পারবেন। SSL সার্টিফিকেট নিতে চাইলে আপনাকে গুনতে হবে ৩০$ আর সবথেকে বড় কথা এতে সর্বোচ্চ ১৫ সাইজের ফাইল আপলোড দিতে পারবেন।
দেখুন: freehostingnoads.com
৫. 000WebHost (০০০ ওয়েব হোস্ট)
সবকিছু লিমিটেড থাকার পরও সবথেকে বেশি ব্যবহৃত ফ্রি হোস্টিং সার্ভিস এটি কারণ এটির সিম্পল ডিজাইন এবং নিজস্ব কন্ট্রোল প্যানেল।
এক নজরে ০০০ ওয়েব হোস্ট
০০০ ওয়েব হোস্ট মূলত hostinger এর অন্তর্গত, আপনারা হয়তো জানেন hostinger সবথেকে কম মূল্যে হোস্টিং সার্ভিস দিয়ে থাকে।
০০০ ওয়েব হোস্ট সাইটের ইউনিক ডিজাইন ও সহজে সাইট তৈরি করার কারণেই অনেক বেশি জনপ্রিয়। এতে মাত্র ৩০০এমবি ডিস্ক, কোনো সাব ডোমেইন, ইমেইল এমনকি SSL সার্টিফিকেট নেই। বিশেষ করে যারা ফিশিং সাইট বানায় তারা ০০০ ওয়েব হোস্টকে বেছে নেয়।
দেখুন: 000webhost.com
৬. FreeWebHostingArea (ফ্রি ওয়েব হোস্টিং এরিয়া)
ফ্রি ওয়েব হোস্টিং এরিয়া অত্যন্ত জনপ্রিয় ফ্রি হোস্টিং প্রোভাইডার যেটার মাধ্যমে আপনি নিজেই ফ্রি হোস্টিং কোম্পানি দাড় করাতে পারবেন।
এক নজরে ফ্রি ওয়েব হোস্টিং এরিয়া
ফ্রি ওয়েব হোস্টিং এরিয়া ১৯৯৯ সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে পাশাপাশি আপনি ফ্রী হোস্টিং প্রোভাইডার কোম্পানি দাড় করাতে চাইলে ফ্রি ওয়েব হোস্টিং এরিয়া আনলিমিটেড ব্যান্ডউইথ দিবে।
তবে এর সাইট বিল্ডার এবং অটো ইনস্টলার ঠিকমতো কাজ করে না। এটা দিয়ে বানানো সাইটে ব্যানার এড শো করে। ১২$ বাৎসরিক প্যাকেজ নিয়ে ব্যানার এড রিমুভ করাসহ সকল প্রিমিয়াম ফিচার ব্যাবহার করা যাবে।