ফোনে কীভাবে পর্ণ সাইট বন্ধ করবেন?

 আমাদের বর্তমান যুগে, আমরা সবাই জানি যে খারাপ বা পর্ণোগ্রাফ ভিডিও দেখা একটি অন্যতম বড় সমস্যা। এই যুগের ছেলে মেয়ে, এমনকি এডাল্ট মানুষদেরও এসব ভিডিও দেখার বা আসক্ত হওয়ার বাজে স্বভাব রয়েছে। কেউ কেউ ভুলবশত এগুলো দেখে বা এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ে, আবার কেউবা ইচ্ছাবশত দেখে।

ফোন থেকে পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নির্দেশনাবলীঃ

  • প্রথমেই, নিজের ফোনের "Settings" অপশনে চলে যান।

  • Settings অপশন এর ভিতর থেকে, Wireless Connection / Other Wireless Connection / network & internet / Connection & Sharing অপশনে প্রবেশ করুন।

  • এর পরবর্তী ধাপে, Wireless Connection থেকে Private DNS অপশনে প্রবেশ করুন। 

  • Private DNS অপশন থেকে Designated private DNS অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটি লিংক বার সামনে চলে আসবে। 

  • এখন আপনাকে একটি লিংক এই লিংক বারে এন্টার করতে হবে। লিংকটি হলো
    adult-filter-dns.cleanbrowsing.org 
    এখন টাইপ করার পর "Save" বাটনে ক্লিক করুন। 

  • এই লিংক বসিয়ে সেভ করার পর আপনি আর কোনো পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না। অনুসন্ধান করলে Error দেখাবে।


সহজে সেটিংসগুলো মনে রাখতে শর্ট টেকনিক দেখে নিনঃ

১. Settings >

২. Wireless connection >

৩. Private DNS>

৪. Designated Private DNS >

৫.
adult-filter-dns.cleanbrowsing.org > এরপর সেভ করতে হবে কিন্তু সবচেয়ে ভালো লিংক হলো  family-filter-dns.cleanbrowsing.org। 


স্মার্টফোনের ক্ষেত্রে এই পদক্ষেপ অনুসরণ করে আপনি পর্ন সাইট ব্লক করতে পারবেন।