আজ আপনাদের সাথে সেয়ার করব ফেসবুক পেজ কিভাবে নতুন পেজে কনভার্ট বা আপডেট করবেন
যে সব পেজ নতুন ভার্শন করা যাবে নাঃ
১. অতিরিক্ত কপি পোস্ট মানে অন্যের ভিডিও নিজের পেজে আপলোড দেয়া।
২. আপনার আইডিতে কোন পেমেন্ট আইডি এড থাকলে এবং তা ডিজেবল থাকলে।
যদি এই সমস্যা গুলো থাকে সমাধান জরার চেস্টা করবেন।
কিভাবে পুরানো পেজ নতুন পেজে কনভার্ট করবেন?
১. প্রথমে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন নিচের লিংকটি কপি করুন এবং Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজারনেম দিন
LINK
www.facebook.com/ YourPageId/?modal=page_transition_flow¬if_id¬if_t=aymt_entry_to_profile_plus_onboarding_tip_notif&ref=notif
২. এবার যে কোন একটি ব্রাউজারে গিয়ে রিকুয়েষ্ট ডেস্কটপ সাইট করে নিন। তারপর আপনার ফেসবুক আইডি লগিন করুন
৩. এবার কপি করা লিংকটা আপনার ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করুন।
ব্যাস কাজ শেষ এবং কম্পিউটার ইউজাররা সরাসরি লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে Your page id এর যায়গাতে আপনার পেজের আইডি বা ইউজার নেম দিয়ে ভিজিট করুন
পেজ আইডি কিভাবে পাবেন?
১. আপনার পেজের প্রফাইলে গিয়ে এড্রেস বারে facebook.com/ এর পরে আপনার পেজ আইডি।